_____________________


অন্ধকারের সঙ্গী আমি
নিঃসঙ্গ প্রতিটি মুহূর্ত অন্ধকারের বুকে
আলোয় তীব্র ঘৃণা আমার
মুচড়ে উঠা তিক্ত রস
বুকের পাঁজরে আঘাত হানা হৃদপিণ্ড অথবা
কলুষিত কষ্টের দলা পাকানো
বিষ নিঃশ্বাস
সবটাই আমাতে ধারণ করি আমি
অন্ধকারের সঙ্গী আমি
আঁধারেই আমার বাস।


তীব্র থেকে সুতীব্র অনুভূতির মালা গলে পরেও
অনুভূতিহীন হয়ে থাকি
ঘৃণায় মুখ ফিরানো কিংবা থুথু ছিটানো অবয়ব বড় পছন্দের
কৃত্রিমতা বুকে বাস করে মিথ্যার রাজ্য গড়ি।
এক ফুৎকার ধূলিসাৎ সব
মিথ্যের বোনা জালে স্বপ্ন আটকায় না।
শূন্যতায় ফিরে যাই।
অন্ধকারের সঙ্গী আমি,
আঁধারেই আমার বাস।


মিথ্যের ভরসায় বেঁচে আছি
যে দেয়াল নিজ হাতে গড়া
ধ্বসে যাবে একদিন জানি সব
আড়াল ছেড়ে বেরিয়ে আসবে কুৎসিত সেই রূপ
মুখোশের আশ্রয়ে যার দিনাতিপাত।
সময় ছাড় দিবে না
তবু আঁধারই আপন
আঁধারেই আমার বাস।