___________________


আমি মৃত্যুর চোখে চোখ রেখেছি
দেখেছি আঁধারের হাতছানি
সত্যকে যবে চিনতে শিখেছি
পেয়েছি মিথ্যার চোখে গ্লানি।


আমি মৃত্যুর চোখে চোখ রেখেছি
দেখেছি সত্য কেমনে বিলীন হয়
মিথ্যার শ্বদন্ত ঝিকিয়ে উঠা
বাঁধ ভাঙা হাসি প্রশ্রয়


আমি জীবনকে দেখেছি উপহাস করতে
অপরাধ তব কিছু নয়
কিসের এক আগ্রাসী টানে
তিলে তিলে তার হচ্ছে ক্ষয়।


জীবন মৃত্যুর উপারে দাঁড়িয়ে
হাসি খানা আজ চেপে রয়
কান্না সে তো কবেই শুকিয়েছে
এ তো নয়  জয়-পরাজয়।