_________________________
সুন্দর একটি কবিতা
একটি সুন্দর উপাখ্যান
জীবন তটিনীর উচ্ছ্বসিত স্রোতধারা
বিস্তৃত উত্থান পতনের উপত্যকা
বা সংকীর্ণ পথের সুক্ষ বাঁকে
সুন্দরের প্রতিফলন।


পাথর ধ্বসে চাপা পড়া সৌন্দর্য
অথবা কর্তিত ধরের অগ্রভাগে
ফিনকি দিয়ে ছুটা খুনের শৈল্পিকতার অদম্য নেশা
থমকে যাওয়া এক ফোঁটা লাল ভালোবাসা
গাঢ় লাল, একেবারে কালচে।


মসৃণ হাইওয়ে নয় বরং
অসমতল পাহাড়ি পথ উঁচু-নিচু পাথর আর গর্তেই যার পূর্ণতা
আমার কাছে সেটাই সৌন্দর্য।


কলুষিত মনের তমশাময় আকাশে
ভাবের অরুণ আভা ছড়ায় না
বরং হারিয়ে যায়।
আঁধার আরো গাঢ়,
একেবারে শুকিয়ে যাওয়া রক্ত কিংবা
কাজলের আঁচড়।


তীব্র দুর্গন্ধময় সমীরণের নাগপাশে আবদ্ধ
চারদিক বেষ্টিত পাপের খোলসে
অপরাধ যেথা পোয়াতি।
চাতক হয়ে লাভ আর কী, তাই রক্তের ফোঁটায় সৌন্দর্য খুঁজি।
আমার কাছে সৌন্দর্যের মানে এই।


সুন্দর একটি কবিতা
একটি সুন্দর জীবনের উপাখ্যান।