__________________________


আমি তো ছিলাম এখানেই
এখনো আছি
শুধু দৃষ্টিটা ঝাপসা মনে হয়
বুঝে উঠতে পারি না
কোথায় যেন আটকে যাচ্ছে।


ঐখানটাতে আর নজর ফেরাতে পারছি না
তুমি আছো এখনো
পথটি চেয়ে, তুমি বা তোমরা?
থাকলেই বা কী লাভ!


আমি জানি কোথায় দৃষ্টি আটকে যাচ্ছে
কেন এমন হচ্ছে।
চোখের উপর পট্টি লাগালেই কি থেমে যাবে
কলমের এই আর্তনাদ?


তারা জানে থামবে না
তাই তো পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে সব
যেন সত্যটাই ঢাকা পড়ে যায়
তাদের তৈরি মিথ্যের ভিড়ে।


হ্যাঁ, মিথ্যের এক অসম শক্তিশালী বলয়
গড়েছে ওরা,
চাইলেই যা ভেদ করা যায় না
চাইলেই পর্দার ওপারের সত্যকে টেনে আনা যায় না।
ভয় হয়, ভীষণ ভয়


বিভৎস কিছু প্রানীর হুটুপুটি আর ছুটাছুটি
ওরা রক্ত পিপাসু
ভয় শুধু নিজেকে নিয়ে নয়
হাজারো তাজা প্রাণ
সত্যের জয়গান
হারিয়ে যাবে তাদের কড়াল থাবায়।


জানি সত্যটা আড়ালেই থেকে যাবে।
পর্দার ওপারের সত্যটা খুঁজে আনা
আর হবে না।
সত্যটা ঢাকা পড়েই রবে।
সত্যটা ঢাকা পড়েই রবে।