সেখানে গিয়েই চোখ স্থির এমনি
খুঁজে পাইনিতো বলবার যত ভাষা
আবেগের দাগ আগেতো দেখিনি রাগ
শুধু ঐ চোখে জমেছিল সে আশা।


নাহলে এই মায়া হবে কেন বুকে?
দেখেছি সেও পিছনে চেয়ে ফিরে,
লুফে নিয়েছিল অন্য রকম সুখে
টের পেয়েছিনু তাইকী আখিনীরে?


বৃষ্টি হবে এখানে বর্ষা নেমে
কদমের মালা পড়ে যাবে কাড়াকাড়ি
আবেগের দাগ হঠাৎই যাবে থেমে
তুমি সুলতা একটু ভাঙালেনা আড়ি!