ধোঁয়া মুখো রোদের আঁচে খেলা
ফুড়ুৎ করে কখন বাড়ে বেলা?
কখন বাড়ে পাইনা মোটে টের
এবার থামো ঢের হয়েছে ঢের!
এই এলাম বলবে মুখের পরে
বোঝেনা যেন কিছুই চরাচরে।
আড়ালে তার এত্ত যে শয়তানি
জানি, জানি, জানি।