আম পাকে জাম পাকে এই মৌসুমে
খেয়ে খেয়ে থেকো তোহা গভীর ঘুমে
লিচু পাকে কিছু যাকে বলে ডেফল
না খেলে হবে যে জীবনই বিফল।


আরো আছে জামরুল তাল তরমুজ
যেদিকেই চোখ যায় শুধুই সবুজ।
আতা আর শরিফা নাম চেনা মেওয়া
এইসব দাদীদের মুখ থেকে নেওয়া।


আরো আছে কত ফল স্বাদে ভরা বেল
আমার সোনার দেশে ফলন অঢেল।
খাও ফল পাও বল মিষ্টি স্বাদে
মধুর ভাষায় হোক যত প্রতিবাদে।