আটখান নয় হয়
নয় মাসে নয়
ভুণ্ডল করে দেবে
ছোট পরিচয়


হঠাৎ আবেগ যদি
বাঁধ ভাঙে তীর
জনপদ হবে শেষে
ভেঙে চৌচির।


ভেঙে চুরে যদি পাও
যতটুকু ভুল
তার পাশে জমা রাখো
একশো বকুল।