ডেকে যায় কবুতর বাক বাকুম বাক
সকালটা এই গাঁয়ে যায় কেটে যাক
যেদিকে চোখ যায় কত গাছগাছালি
আকাশে শাদামেঘ ভাঙাজোড়াতালি


একপাশে সরুখাল মাছে ভরা গোণ
এই গাঁয়ে সব কিছুই মনের মতন।
সবুজ ধানের ক্ষেতে দোল বাতাসে
বুড়োবট ডালে যে কত পাখি আসে!


সুর তোলে মাঠ জুড়ে গাঁয়ের কিষাণ  
ভাল লাগে এই দেশ কত অফুরান!
দিনান্তে দাদু খোলে গল্পের ঝাাঁপি
ভাল লাগে এদেশ কত তাই মাপি।