হেঁটে জুতা ক্ষয় করে
কষ্টে জীবন পার করে
এগিয়ে গিয়ে যে পরিচয়
বলবে সবাই ধার করে;


মাড়িয়ে গেলেই হয়না চেনা
সব দেখা কী দৃশ‍্যমান?
বুকের ভিতর হচ্ছে কী যে
কজন সেটা বুঝতে চান?


বলবে লোকে, "বলেই ফেলো"
কী লাভ টেনে বুকের ক্ষত!
লুকিয়ে যদি রাখতে পারি
থাকনা হয়ে ব‍্যক্তিগত।