বিড়ালের জ্ঞাতি ভাই
ডাকে মিউ করে যে
বললে তা শায়ানের
বাড়ে রাগ কী তেজে!


সারাদিন কত খেলা
চলে কত ঠিক নেই
চাই তার কী নিয়ে
তার কোন দিক নেই!


ভাঙবে বা ঢালবে কী
ভয়ে সবে তটস্থ
সেরে লাভ আছে কী
সব তার মুখস্ত!


শেষমেশ বুঝালে সে
ঘাড় যত কাত করে
যদি রাগ করো আহা
কেঁদে বাড়ি মাত করে!