দাঁড়িয়ে থাকার শক্তি থেকেই
অন্য রকম গল্প বলার ছলে
হয়নি বলা পাহাড় দেখার ভীড়ে
স্বপ্ন ভেঙ্গে কি লাভ পলে পলে?


বিরল পাখি; ছোট্ট পাখির মত
এক পাতাতেই ছোট্ট ডানায় ঘর
তার পাশে ঠিক তোমার কাছে
বুঝিয়ে দিতে মনের কত দর?


দর না পেলে ও নেই যে ক্ষতি
পাখির মতই একটু ঘটা করে
এই বোশেখেই বুঝবে তুমি
অন্যরকম কালবোশেখীর পরে!


তখন আমিই পাখি হবো যেনো
স্বপ্নগুলো ফিকেই যদি হয়
গল্প শোনার মিথ্যে আয়োজনে
বুঝবে তুমি গল্প কারে কয়!