দেশ বিদেশে ঘুরতে পারো
পাখির মত উড়তে পারো
দূর অজানা জানতে পারো
বুঝতে পারো ধোকা;
সত্য কথা গুছিয়ে বলো
মশাল হাতে উচিয়ে চলো
জীবন জুড়ে জ্বলবে আলো
হলে বইয়ের পোকা!


বইপোকারা জিতবে সবে
ফিরবে সুদিন আবার ভবে
কাটিয়ে আঁধার আবার তবে
আসবে আলোর ভোর;
মন গেঁথে যাক বইয়ের ভাজে
গল্প কাব‍্য ছড়ার মাঝে
দেখবে তোমার সকল কাজে
পাচ্ছেো মনের জোর।