বনরূপা, তুমি ঠায় দাঁড়িয়ে থাকো
আমার খেলার পথ ছবি করে রাখো
মেঘ মেঘ মল্লিকা কোদালে কুড়ুলে
নীলাচল ছুঁয়ে তুমি আসো হেলেদুলে
অভিযোগ নেই হলে কিচিরমিচির
ফিরতে হবে ঘরে আকাশ আবির!
হয়ে গেলে সব কাজ এই সন্ধ্যায়
আরো যে কত খেলা বলে মন ধায়!
জোনাকির সাথে রাত একলা নিঝুম
বই থাক, বাতাসে তুলে রাখি ঘুম।
জোসনা মেখে মেখে রাতের বকুল
শিশিরের ঝরা দেখো কত মশগুল।
আমি জেগে তুমি কী ঘুমাও এখন?
তারাদের সাথে করি গল্প এখন।