কদম আছে বৃষ্টি ভেজা, থোকায় গোলগাল
ভুলতে পারিস যা ভুলে যা, হবোনা টালমাল!
ঝিরিঝিরি বৃষ্টি ঝরুক, কী আসে যায় তোর?
ভিজবো একা এই ভেবে যে, আর হবেনা ভোর।
আর হবেনা দরদ মাখা চিঠিতে দিন পার
বলবে না কেউ কী হয়েছে? মুখটা কেন ভার?
এইটুকুতো? মেনেই নিলাম, অপেক্ষাটা ফেলে
তুই আসবিনাতো কী হয়েছে? সূয্যি গেলে হেলে
আগের মতোই ঝনঝনঝন রাতের আয়োজনে
দুজন না হয় একলা হলাম, কদম ভেজা বনে।