জানতে পারিনি তার পরে সেই যে
গিয়েছিল কিনা বৃষ্টিতে ভিজে ভিজে
তখনও দুপুরে মেঘের পাল্কি নেমে
ভেবেছিল তার যাত্রাই যাবে থেমে!


স্টপেজে চোখ লুকানো সে গোলাপে
কার অপেক্ষা এই বৃষ্টির সংলাপে?
এখানে পাথরে ও কত চাষবাস হয়
মনুষ্য ছলনা আর কোনো ভয় নয়!


চিঠির আবেগ চোখেতে হয় বোবা
পারোতো তারে তেমন করে ছোবা
জানি পারবেনা কাপুরুষ আশাহত
তোমার সে প্রেম কেবলি কথা যত!