চঞ্চলা মন অন্য কিছু আশায়
স্বপ্ন নিয়ে সুখের তরী ভাসায়
কষ্ট চেপে বুকের ক্ষত সাথে
বলব পেলে সময় কোন রাতে!
কুড়িয়ে আলো চাঁদের ছোঁয়া ছায়া
গাঁও গেরামের অন্য রকম মায়া
খোঁপায় গুজে বুনো কদম ফুল
পুষিয়ে দেব খুব পুরাতন ভুল!
মিটিয়ে দেব চোখের জলের দেনা
বলবে কেঁদে একটু বদলালেনা?
চুপি চুপি হারিয়ে যাবে বাক
সবকথা সব আজ এখানে থাক
বোশেখী সে মেলায় ঘুরার মত
উছলে ওঠে বুকের কাছের ক্ষত।