তোমার অনেক স্বপ্নগাঁথার মানে
যা ভুলেছি এই টুকু তার দাম
ক্লান্ত আমার সময় শুধু টানে
ব‍্যথাতুর এক অভিমানির নাম।


লেখা হয়ে কোথায় আছে জানি
কোন পাখিদের ওড়ায় তাতে মিল
চাঁদের কত বয়সে ঘুম ভাঙে?
সন্ধা তারার আলোতে ঝিলমিল।


খুঁজতে গিয়ে ও স্বপ্নতো হয়রান
পথ জানেনা সে লক্ষ্য অভিযাত্রি
চোরাগুপ্তা আঘাত আছে জেনে
শেষ নামাবে এমন কালো রাত্রি!