চালতাপোড়া পদ্যজীবন ঘুম আসেনা গন্ধে
এসো এসো ঘরকে নতুন এই ফাগুন আনন্দে।
নতুন কুঁড়ি রৌদ্রে হাসে সেই কুঁড়ি যা লুকিয়ে
তাকিয়ে দেখো এমন কুঁড়ি আছে কেন মুখিয়ে
মুখ বাড়িয়ে শিমুল পলাশ করে বরণ ফাগুনে
এই রাঙা বন পাহাড় যেন সাজিয়ে রাখা আগুনে
চোখ রাখা দায় খোপায় গুজে কন্যা তুমি আহা রে!
ফুলের রাণী তোমার এ সাজ বলবে সবাই বাহারে।