এই গোধূলির গাঁয়ে
সজনে পাতার ডালে
   চঁড়ুই পাখির নাচ।।


একটু দৃষ্টি ফিরায়ে
সামনে দুপা বাড়ালে
লাগে কুয়াশার আঁচ।।


কত যে ইচ্ছে তাই
এখানে থেকে যাই
দেবদারু পাতা ছুঁয়ে।।


ভাল লাগা বিশ্ময়
এই আছে এই নাই
শিশিরে দুপা ধুয়ে।।


হেমন্তে ধান ক্ষেতে
উঠে আসে যে ঘ্রাণ
লাগে শেকড়ের টান।।


এই ভাবে দিনরাতে
এ মাটির সন্তান
পায় খুঁজে শত প্রাণ।