রায়বাড়িটার পথ চেনেনা ছেলে
দুই পাশে দশ মেঘের দেবদারু,
কাটিয়ে গেলে সামনে এসে দীপা
বলবে ভাগো, মা যে দেবে ঝাড়ু!


কমলগঞ্জের আদমে দেশ দেখি
কত্ত যে দিন জানিস দীপা আরে,
তোর সাথে সে চোরাই চোখাচোখি
ইচ্ছা হলেই মিস শুধু যে বাড়ে!


থাকিস! নাকি ভুলে থাকতে হয়
আমার ওপর  এতই অভিমান!
সত্যি করে বলতো মনের দায়
ভুলে আবার ছুঁইবি কবে প্রাণ?


তোর প্রাণে এই প্রাণে যে দরদ
শিশির কবে পাবে চোখে আশা?
জমিয়ে রাখা অভিমানের শোধ
তুলবে কবে আগের ভালবাসা?