এক যে দেশে ভিন্ন দেশে
সবাই আপন জন,
উন্নত দেশ গড়তে সবাই
লড়ছে প্রাণপণ।


সেই দেশে নেই মীরজাফর
ইয়ার লতিফ গং,
নেই ঘষেটি ঘষা মাজায়
মিথ্যা সাজার সঙ!


সেই দেশে নেই বর্গী ভয়
বুক চেতনায় ঠাসা
দেশের মানুষ জিম্মি করে
এটাই ভালোবাসা!


সেই চেতনার এমন বল
প্রদীপ মানায় হার
ফুলেফেপে দুলবে কেহ
নেতার আবিস্কার!


চুপ মেরে সব চুপ যে
চৌদ্দ শিকের ভয়
সেই যে দেশে এই দেশে
সব কিছু যে হয়!