একলা দুপুর বিষন্ন সুর কেন এমন বাজে
ভাবতে গেলে উদাসই হই মন বসেনা কাজে।
একটু করে বাতাসে চুল উড়ছে এলোমেলো
দলবেঁধে এক পাখির দলে ঝগড়া করে গেলো।
মেঘে মেঘে দল পাকিয়ে আশায় রাখে বিষটি
বলছি মাকে ভিজবো মেঘে এই দেখোনা কিসতি!
মায়ের বারণ মেঘ শোনেনা ঝরায় শতেক ধারা
এই ছেলে ঠিক দুষ্টু ভীষণ কেমন পাগলপারা।
মেঘ লুকিয়ে রংধনুতে বিকাল এনে দিলে
মায়ের বকা চুপ হয়ে যায় ছুটি খালে বিলে।
কাকতাড়ুয়ার বৃষ্টি কী ভয়, ভয় কী পাখির ছানা?
জানতে খুবই ইচ্ছা জাগে পুরোই ষোল আনা।
মা কী আমার জবাব দেবে? মন বোঝানো সায়!
বলতে গেলে রেগেই দেবে শিকল দরজায়।