পাথর খুঁজে পাথর আনি
আমরা গাথি নাতো,
ইচ্ছা হলে কাপড় উচাও
আমরা মাতি নাতো।


বেহায়া সব বেশরমের
মাথাই গেছে কাটা,
কী থাকে আর মুন্ডুবিহীন
একলা যখন ত্রাতা।


জাগতে পারি জাগাতে সব
ঘুমিয়ে যারা দাড়ায়,
তাদেরই ঘুম মদেরই ধুম
চলছে এখন পাড়ায়।