পথ চলতে পেরিয়ে যাবে ক্ষণ
বুক ফুটে মুখ বলার তুমি নও
ইচ্ছে করে দূর্বা কেটে দাঁতে
ভাবছি মনে এবার নত হও।


এক জীবনে হয়না জানি জের
টানার সুফল কতটা আশ্বাসে?
বুঝতে নারি কেমন তোমাদের
এক ধাক্কায় প্রেম যে পরবাসে!


আচ্ছা আমার মনের বারান্দায়
পড়তে পারো হচ্ছে কি সে পাঠ?
ভণিতাতে তোমার এসে যায়
থাকনা পড়ে এমন বিরান মাঠ!


ঠিক কত যে তোমার অবহেলা
ইচ্ছে করে ভুলতে শিখেছি!
অনেক ভাল গল্প করে হেলা
বারান্দাতে দুলতে শিখেছি।