বড় কষ্টেই অশ্রু ঝরে
   লোকে বলে পাগল,
জীবন পথে যায় যে নেমে
সবাই বাজায় বোগল।


নিজের মতো একাই থাকি
    না যাই কোন অন‍্যায়ে,
লোকে বলে ভাব ধরেছে
দাও ব‍্যাটার ঘাড় মটকায়ে।


পাড়ার ঠ‍্যাং মদনা যারে
    থাপ্পড় দিলে খোঁজ হারায়,
অস্ত্র ধরে আজকে সেই ই
   পথে ঘাটে লুট করে যায়।


বুকের কথা বুকেই রেখে
    তাই নীরবে উঠি হেসে,
এতো খেটে ও করলি কী রে
    লোকে বলে হায় সর্বনেশে!


যার বাপেরে দিলাম বিয়ে
         নিজে ঘটক সেজে,
সে আসে আজ মারতে তেড়ে
    থাকাই যে দায় কথার তেজে!


প্রতিবাদে দাঁড়াই যদি
         মাথা তুলে একা,
লোকে বলে এ পথের কাঁটা
   দাও ওরে আজ জনম ছ‍্যাঁকা।