ব‍্যস্ত শহর তোমার খবর
রাখবে না কেউ ভুলে,
ফুটপাতে চোখ আটকে যাবে
এমন আশা তুলে,
তুমি পাখিই হবে শেষে
অন্ধ জেনেই ভালবেসে
গড়তে পারো সরতে পারো
তুমি সরবেনা এক পাও,
এই বেদি এই জমিনে
তোমার ন‍্যায‍্য বুঝে নাও।


ব‍্যস্ত শহর তোমার শহর
তোমার বাছা কই?
খুজতে গিয়ে ধরো তেমন
হলোনা হইচই!
একটি রুটি কলা দিয়ে
লোভ ধরালো মাংস নিয়ে
তুমি মজে যাবে ভুলে!
আমার ছিল আমারি হতোই
পাশ ফিরে দেখো বন্ধু
একলা তুমি গরীবই সই!