কতবার হুশিয়ার
করে বুলি জনতার
গর্জে কেঁপে ওঠে আকাশে,
মসনদে তবু ভুল
লোক করে হুলুস্থুল
প্রতিবাদ তাই ওঠে বাতাসে।

কাঁপে যে বকে ভুল
জনতার হাত মূল
গদি নড়ে টান পড়ে চরকায়,
তুমি কে? আমি কে?
আওয়াজ দিকে দিকে
উল্লাস কড়া নাড়ে দরজায়।

জেগে জেগে ওঠে পথ,
ধ্বনি বাজে শত শত
সাহস ছুঁয়ে যায় কণ্ঠে,
ভুলের দর্পণে
জালিমের মুখ চেনা
আলো খোঁজে সব অন্ধে।

রক্ত দিয়ে লেখা নাম,
দেয়ালে ওঠে বিশ্রাম
বিপ্লবে আঁকা নিশান,
পতাকা ধরে থাক
জনতার এই ডাক,
ভেঙে ফেল কষ্ট-প্রমাণ।

বাঁধ ভাঙে স্রোত,
হুঙ্কার দেয় বুকজোড়,
চাই না আর ধোঁকা, ভয়,
বাংলার আকাশে
নতুন সূর্য হাসে
ভবিষ্যৎ গড়বার সময়।