এক বিকেলে পাতা খালপাড়ে ঝাপটানো বকদল
দস‍্যুর মত শিকারীর ফাঁদে বেঁধে যায় যত ছল।
তাই দেখে দেখে কেঁদে রাত পার করে ত্বহা সোনা
আশেপাশে হলো কবে এতো দস‍্যুর আনাগোনা?
দস‍্যু ঠেকাতে ত্বহার আজব যুক্তিতে শোরগোল
কয় পুলিশে ডেকে কাজ নেই যত সব ভোম্বল
তার চেয়ে চলো লাঠির মশাল জ্বালিয়ে উচুতে
প্রতিবাদে বলি পাখি ধরা ফাঁদ চলবেনা কিছুতে।
আমরা দুজন কম কিসে বলো যদি ছাড়ি হুংকার
ভয়ে দেখো ঠিক পথ খুঁজে পাবেনাকো পালাবার।
আমাদের দেখে শিখে যাবে লোক সত‍্যি প্রতিবাদে
তখন লুকাবে এই দস‍্যুরা জড়সড় হয়ে খাদে।