আমায় নিয়েই রাত যে তোমার হয়
রাত তবে কী আমারনামেই নিলাম?
বেত্রাবতী কপোতাক্ষ পার হয়ে বারবার
যখন দেখি অন্য নদী ভাঙেজমির পাড়
পড়ে কী মনে আমি তোমারছিলাম?
অল্পদরে বিকায় কেন আমার নিলাম?


রোদের ভাজে রূপের ঝিলিক লুকায়
ঘোমটা ঢাকা নতুন আলোয় মুখ
পুরানো সে দিনের আঁধার মেনে
যদিও যাবে নতুন আরেক জীবনে
জ্বালিয়ে আমার জলেশ্বরের বুক
অন‍্য ঘরেই জমছে আমার  সুখ।