যজ্ঞে জীবন ; তাই তিনি জট
মাথায় তুলে রাখেন,
স্বর্গে যাবার কল্পিত ছাপ
নিজে নিজেই আঁকেন।


ভাবুক তিনি ভাবনা ভাবা
এটাই যে তার মক্কা কাবা


বিরাগী ;তাই খুজতে থাকেন
অন্য কোন মুক্তি,
কল্কে গাঁজায় বিশুদ্ধ সে পথ
বানায় নিজে যুক্তি!


ভাবুক তিনি ভাবনা ছাড়া
সব কিছুতেই ছন্নছাড়া!