জয়নাল পয়মাল
     করেছে হাটে,
হাত দিয়ে খুঁজে দেখে
     নেই কিছু গাটে।


খোয়া গেছে টাকা তবু
     কথা যায় চেপে,
বাবার বকুনি ভেবে
     বুক ওঠে কেঁপে।


উপায় কী ভেবে ধরে
     যার তার হাত,
সটকে লোকে বলে
     তফাত তফাত!


গোবেচারা জয়নাল
      বুদ্ধি আটে,
হাট থেকে ফিরে যায়
     সবজির মাঠে।


শাক তোলে লাল শাক
     পালং এর আটি,
নিজে নিজে বলে এটা যে
     আসলেই খাঁটি!


মাছ ধরে খালে বিলে
     ছোট ছোট পুঁটি,
তাই নিয়ে বাড়ি আসে
     হেঁটে গুটি গুটি।


ভয়ে ভয়ে বলে বাবা
     এই তো বাজার!
ভাবখানা বাহারি
     পুঁচকে রাজার।


ব‍্যাপার কী বুঝে বাবা
     ডাকে আয় কাছে,
এ যাত্রা জয়নাল
     হাফ ছেড়ে বাঁচে।