বলছি তোমায় ভালো খোকা
কিন্তু কেন দাঁতে পোকা?
কিন্তু কেন বেজার মুখে
সময় কাটাও দুখে দুখে?
ভালোর সাথে একটু ঘুরে
আর থেকোনা বহুত দূরে।
সকাল ভালো বিকাল ভালো
আরো ভালো চাঁদের আলো,
তোমাদের ঐ বাড়ির পাশে
দেখতে ভালো  দূর্বাঘাসে,
হাটতে ভালো বসতে ভালো
নদীর ধারে ঘুরতে ভালো,
পাখির ওড়া দেখতে ভালো
সাতার কাটার ব‍্যায়াম ভালো,
পড়ার সময় পড়া ভালো
খেলার সময় খেলা ভালো,
পরিপাটি থাকা ভালো
স্বপ্ন কিছু আঁকা ও ভালো,
কিন্তু সবার চাইতে ভালো -
মায়ের মুখে চাঁদের আলো!