শোন বলি কিশোর সোনা
শুনছো খবর মুক্তির?
পরের অধীন আটকে থাকা
বলবে কে তা যুক্তির?


তোমরা যখন কাঁপছো বসে
করছো হাহাকার
কিশোর গেরিলারা তখন
মারছে হানাদার।


দেশটা ছিল পরের অধীন
মুক্তি অবরুদ্ধ
দেশ বাঁচাতে বয়স ভুলে
তারাই করে যুদ্ধ।


সেই বিজয়ের গাঁথায় শুনি
কিশোর তোমার নাম
আজকে আবার নতুন দেশে
নতুন সংগ্রাম।


দেশ গড়াতে নিজের জীবন
গড়ি সবার আগে
যুদ্ধ এখন এই আমাদের
বিবেক যেন জাগে।।