ফিরে যাও চলে
   কেন  নিজে ফিরে,
আচানক চমকে
   বলো চিনিনিরে !


অযথা লেপন কালি
   মুছে মুছে সারা,
সময়ের ব‍্যবধানে
   বেড়ে যায় তাড়া ।


তবু এই জীবনের
   আছে যত মানে,
চেনা বা অচেনার
    যেই শুধু জানে ।


কিছু তার শুদ্ধ
    কিছু তার ভুল,
তবু যায় বেড়ে ব‍্যয়
        কষ্ট তুমুল !