কষ্ট নিয়ে এই কলমের খেলা
হয়নি বলা তার সে বিবরণ
উপলক্ষ‍্য হয়তো ছিল মেলা
তোমার কাছেই পড়ে ছিল মন!


বলব ভেবে বলার আগেই কত
এক তুড়িতে উড়িয়ে দিয়ে সব
যেন তোমার এক তালিকায় যত
উপলক্ষ্যের আমি যে উৎসব!


লক্ষ্য করে দেখি তোমার চোখে
ভালবাসা! সেইতো দূরের চাঁদ
সেদিন থেকে আমি যে দূর লোকে
ভালবেসেই পাচ্ছি মনের স্বাদ!


যায়না ভোলা প্রথম প্রেমের দিন
লাগলে মনে বিষম তালকাঁটা
একমুখী এই ভুলের যত ঋণ
লুকিয়ে কাঁদার আজব ঝালবাটা!