তাঁরাদের কাছে নেই
  আমি নেই তুমিও
পাখি ঘুম নির্জনে
  যত পারো ঘুমিও।


স্বপ্নের মানে নেই
   তবু চোখ দেখে দূর,
ফুর্তির চোখ খোঁজে
   সবখানে এতো সুর!


সেই সুর আছে যার
   তার কোন পর নেই,
সত‍্যের ভিত এই
   তাকে মনে পড়বেই।


তাঁরা দিয়ে লেখে তারা
   যেন তার ক্ষয় নেই,
ভয় নেই এইসব
   মানুষের ভয় নেই।