ঠায় দাঁড়িয়ে বকের মতন
এক পায়ে ঠায় দাঁড়িয়ে
খুঁজতে গিয়ে ঝড়ের পতন
ঝাঁক বেঁধে মেঘ ছাড়িয়ে
সন্ধ্যাকাশে যেই বলাকা
নীড়ের টানে মেললো পাখা
একটু দেখো দলবেঁধে বল
তাহার কী সুখ রাখা?


ভাবতে গিয়ে খেই হারিয়ে
একলা যখন থাকি,
আমার এ মন পাখির মতন
মেঘের ছবি আঁকি।


মেঘ বলেনা বাড়ি এসো
আমার সাথে খেলবে এসো
কোথায় একটু ঘুরবো দেশ ও
রেহাই নেই যদি হেসো!


আড়ি আড়ি ভীষণ আড়ি
ফিরে যাও আপন বাড়ি