বৃষ্টি এসে লুটিয়ে তোমার পায়
চাতক যেন অনেক সে তৃষ্ণায়
আলিঙ্গনেই দৃষ্টি লাজুক কনা
গুপ্ত কী কেউ জানবে বনিবনা?


ইছামতির পাড় রাখেনা মনে
তুমি দীপা যতই সঙ্গোপনে
খুঁজতে আমায় হবে ঘরের বার
বৃষ্টি ভিজে গুষ্ঠিতো উদ্ধার!


কলাপাতায় কাপন যতো ঝড়ে
বৃষ্টি যেন কতই মনে করে
থরথরিয়ে বাতাস আনে সুর
আমার বাড়ি নয়তো বেশি দূর।