অন্যরকম জীবনগুলো পার করে যাই
তোমার শহর আমার শহর ভেদে
বাতাসে এই কষ্টগুলো গান হয়ে তাই
ফিরছে কেন ভীষণ কেঁদে কেঁদে?


যা বলেছি নাই! কিচ্ছু ভাগে নাই!
সুখ খুঁজে এই মুখ লুকোবার ছলে?
মুখ বুঁজে সুখ যা পেয়েছি তাই
যাচ্ছে জ্বলে? বুক কী জ্বলে? জ্বলে?


যা চেয়েছি নাই! কিচ্ছু ভাগে নাই
সান্ত্বনা এই ছুঁইতে পেরেছি পলি
পোড়ামাটি, ঘুমহীন রাত যা ই
ঘামের দামে হোক না জলাঞ্জলি।


তুমি এসে দেখো শহর কানাগলি
ঘামছে কারা দুমুঠো সুখ পেতে
পোড়া মাটির মন পোড়ানো বলি
থামবে কী দিন এমনি যেতে যেতে?