স্বপ্নেরা বাড়ি আসে রোজ রাত্তিরে
ভোরের আলো বলে কিছু দেখিনি রে
ভুলে যাই পেয়ে আলো নতুন সকাল
ভুলে যাই পেয়ে তরু তাল ও তমাল


যেদিকে চোখ যায় কত পাখি গায়
সব ভুলে মনে রাখি গান যে শুনায়
তার সাথে গলা সেধে কত গান গাই
ভুলে যাবে তুমি ও যদি তা শুনাই


এই নদী এই চর দুপাশের ক্ষেতে
কত অপরূপ ছবি দেখি যেতে যেতে
হবে না বলা শেষ এর গুনগান
আমার সোনার দেশ রূপে অফুরান।