হৃদয় তোমার পায়না কোনো ভক্তি,
কেমনে তুমি আশা করো শক্তি!
কোনখানেই হয় কী এমন ভুল?
যারে মারো সেই পরাবে দুল!
সেই পরাবে হেসে ফুলের মালা!
গলদ বোঝো! নিজেই সেজে শালা!
না বুঝে তার পতন নিজের বেলা
কী বিয়াকুব!বললে তো দায় ঠেলা!
সালাম!সে কী মন থেকে হয় কিনা
জবাব কী হয় নীরব কোনো ঘৃণা?
পড়তে পারো? চোখের যত ভাষা?
কী বললে? তবে কিসের আশা?
এই যে যত বীজ বুনেছ সাধে
পাবে!আশায় থাকো ফিরতি প্রতিবাদে।
তখন খুন্তি পাবে যাতে গরম ছ‍্যাকা
এই কথাটাই ভাবার বেলা ন‍্যাকা!!