পথ চিনে ঠিক কোথায় গেলে
কত্তো দূরে আবাস খুঁজে পেলে
বেদখলের ভাঙা পোড়ো বাড়ি
অভিমানে জানায় যত আড়ি
কান পেতে তাই শুনি,
এই খানে যে আমিই হবো মুণি
তাই শুনে কী ঝরছে পলেস্তারা?
দেখিয়ে ছবি এই জীবনের ধারা
লতা পাতায় জড়িয়ে ইটের ঘর
প্রীতি স্বাক্ষর রাখছে পরস্পর
একটু দূরেই মাঠ,
তোমার জন্য প্রকৃতি পাঠ
ইচ্ছে হলে একটু নিতে পারো
আমার জন্য তোমার জন্য আরো।