মানুষে মানুষে যত মিশে যাচ্ছি
পঁচা পঁচা গন্ধ পাচ্ছি!
এতো লোকে ফুটপাতে, জংশনে
নিয়মিত চলে অনশনে?


কেন?  কেন? কেন?
আমি কিছু বুঝিনা যেন!
ট্রেনের হুইসেল মধু বাদ‍্য
অঘোরে ঘুমই তার খাদ্য!


টিবিতে বলিছে সাংবাদিক
উন্নতি দেশের সাংঘাতিক
এইসব শুনে শুনে যাচ্ছি
পঁচা পঁচা গন্ধ পাচ্ছি!


মুখে সত্য ফেটে দুড়ুম
মানুষের কেড়ে গুম ঘুম
মুখ বুজে বৃথা সয়ে যাচ্ছি?
আমি পঁচে পঁচে গন্ধ পাচ্ছি!