প্রতিবেশে তোমার দেশে
আমার কথা একদমই
হয়নি মনে সঙ্গোপনে
মিষ্টি মাখা চমচমই!


লুকিয়ে আড়ি কত হতো
বলবো নাকি তোমার মতো?
একটু মানে কে না জানে
পিটিয়ে তুমি ঢোল ফাটাও
মিষ্টি জীবন বিষ্টি মন
খাও গেলাসে ঝোল মাঠাও।


আমি কিন্তু বিন্দু বিন্দু
জমিয়ে প্রেম হলেম সিন্ধু
বিষ্টি বুঝি মিষ্টি বুঝি
বুঝি তোমার মনখানা,
এই মনে লুকিয়ে গোণে
তোমার প্রেমে নেই মানা!