ক্ষতের বেদনা জানে
   পুরানো সে জ্বালা
হুহু বায়ু দোলাচলে
    কেন ঢলে চালা !


বেদনার ও রঙ থাকে
রূপে নানা ঢঙ আঁকে
যে বোঝে বুঝে যায়
    বাকি সিলগালা !