জেনেছি নতুন সেই পাতানো তাসে
ভেঙেছিল ঘর রাজার যেমন দাসে
যুগ পেরিয়ে ঘরে ঘরে তার ছাতা
নিয়ত খোলে হিসাবের হালখাতা।
মিলাতে হিসাব জীবনের গড়মিল
রাজা রাণীর দরজায় ভাঙে খিল।
ছাদ খোলা তবু দরজা কঠিন জব্দ
এই নিয়ে কারো শুনিনি যে টু শব্দ
খোয়াড়ের ভয়ে শুনে রাখো দেশ
ছাগল বন্দী দেখার হবে কী শেষ?