রিক্ত দিনে উড়ছে ঝরা পাতা
      উদ্বেলিত হাওয়ায়,
মন কেন যে বিচ্ছিরি যা তা
      পাখির উড়ে যাওয়ায়!


কে বলে আজ সন্ধা প্রদীপ জ্বালো
           ঘোমটা টেনে টেনে,
এই আঁধারে যে এনেছে আলো
     এ গাঁয়ের কে না তারে চেনে?


তারেই করি লুকোচুরির সাথী
     আজতো নতুন নয়,
এই গোধূলি জানবে রাতারাতি
     তাহার সাথে নতুন পরিচয়।