1)
এই যে শহর
-----------
মুনীর আল মুসান্না


এই যে শহর
আলোর বহর
থামে যেথায় এসে,
কয় মানুষে
খাচ্ছে চুষে
বেনামে সুদ ঘুষে!


উড়ছে ফানুস
ছুটছে মানুষ
নেশায় বিভোর সবে
রাত্রি  দিন
লক্ষ্য বিহীন
নেই তো অনুভবে।


বেজায় সুখ
কারোর বুক
ধুক ধুকে হয় সারা,
নিরব ব্যথা
মনের কথা
মনেই লুকায় তারা।


2)


শহর শহর
স্বপ্ন বহর
নিয়ে দেখি এসে


কয় মানুষে
খাচ্ছে চুষে
বেনামে সুদ ঘুষে!


উড়ছে ফানুস
ছুটছে মানুষ
নেশায় দিগ্বিদিক


রাত্রি দিন
লক্ষ্য বিহীন
মানুষ ও অলীক!


তাই শহরে
পাব কীরে
মানুষের সন্ধান?