দূরে দূরে বহু দূরে
চেয়ে চেয়ে দুচোখ জুড়ে
কত
হুহু করে বাতাস কেমন  
এ গাঁয়ে তালগাছে শনশন
এতো!


যদি বলি দেখো নিরে
ডালে হলুদ পাখিটিরে
উড়তে
প্রাণে প্রাণে খুঁজে নিতে
এসো গাঁয়ে এই শীতে
ঘুরতে।


এই খানে ছুটে এসে
যদি ফেলো ভালোবেসে
গাঁও
তেরশ নদীর তীরে তীরে
নিজে যদি ধীরে ধীরে
যাও।